নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই : টাইগ্রেস শিবিরে দুঃসংবাদ
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে দুবাইয়ে আজ রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আজ নিজেদের প্রথম ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ এল টাইগ্রেস শিবিরে। বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিংকি।
বৃহস্পতিবার অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন পেসার জাহানারা। টাইগ্রেস অলরাউন্ডারকে সেরে উঠতে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।
অপর খেলোয়াড় পিংকি কোভিড পজেটিভ হয়েছেন।
গেলো ৮ সেপ্টেম্বর বাছাইপর্ব খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সালমা-জ্যোতিরা। দুবাইয়ে খেলতে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, প্রধান লক্ষ্য থাকবে ভালো ভাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা।