আর্জেন্টিনা দলে চমক
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞ কাতার বিশ্বকাপের। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসেই দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই প্রস্তুতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ হন্ডুরাস ও জ্যামাইকা। আগামী ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সে লক্ষ্যে গেলে ৪ সেপ্টেম্বর ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এবার প্রথমিক দল থেকে বাছাই করে ম্যাচ দুটির জন্য লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।
সেখান থেকে বাদ পড়া চারজন হলেন—গোলকিপার হুয়ান মুসো, সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ, মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
আর্জেন্টিনার ২৮ সদস্যের চূড়ান্ত দল :
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হেরমান পেৎজেলা, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, নিকোলাস টালিয়াফিকো ও মার্কোস আকুনইয়া।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, রড্রিগো ডি পল, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, আলেহান্দ্রো গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, তিয়াগো আলমাদা, হোয়াকিন কোরেয়া ও ইউলিয়ান আলভারেজ।