তথ্য-প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট কবে পাওয়া যাবে-জানালেন পলক

পরীক্ষামূলকভাবে আজ রাতেই সারা দেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। এছাড়া আগামী রবি বা সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট আসতে পারে বলেও জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বিকেলে  আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, যারা আউটসোর্সিং করছেন তারা ইন্টারনেট বন্ধের সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে প্রতিবেশি দেশে গিয়েও আউটসোর্সিং এর কথা চিন্তা করছেন। এ অবস্থায় তাদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধ হওয়ায় সম্প্রতি দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছে এ খাত সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে স্যোশাল মিডিয়ায় চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।

উল্লেখ্য, এর আগে রাতেই বাসা বাড়িরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর কথা বলেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আইএসপিএবি এর সভাপতি ইমদাদুল হক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন