ফুটবল

ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ভুটানকে হারালো বাংলার মেয়েরা

ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয় নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। দুই গোলে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে নিল বাংলাদেশ ও ভুটান।

শনিবার ভুটানের থিম্পুতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভুটানের মেয়েরা। ম্যাচের ২০ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় ভুটান। দু’টি গোলই আসে ডেকি লাজুমের পা থেকে। বাংলাদেশের জন্য বেশ চাপের ছিল সময়টা। এরমধ্যে অবশ্য সুযোগও হাতছাড়া করেছে লাল সবুজের দল।

৩৫ মিনিটের মাথায় গিয়ে প্রথম গোল পায় বাংলাদেশ। গোলটি আসে সাবিনা খাতুনের পা থেকে। এর ৫ মিনিট পর আরেকটি গোল আসে সুমাইয়া মাতসুশিমার চিপ শট থেকে। প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে।

এরপরের গোলটি আসে ঋতুপর্ণা চাকমার কল্যাণে। ম্যাচের ৬২ মিনিটে লিড পেয়ে যায় বাংলাদেশ দল। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বলটি জালে যায়। তবে মূল কাজটা ঋতুপর্ণাই করেন। এরপর ৮৬তম মিনিটে গিয়ে কর্ণার থেকে আবারও ঋতুপর্ণার পা থেকে বল জালে গড়ায়। আর এতে বাংলাদেশের জন্য জয়ের সুবাতাস বইতে থাকে।

এর আগে প্রথম প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ১ গোলে পিছিয়ে যাওয়ার পর ৫-১ গোলের জয় পায় বাংলার মেয়েরা।

 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন