৭ ম্যাচ পর পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ
সাত ম্যাচ পর বুন্দেসলিগায় প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার তারা অসবার্গের কাছে ১-০ গোলে হেরে গেছে। এনিয়ে লিগে টানা তিন ড্রয়ের পর চতুর্থ ম্যাচে এসেও পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়নরা।
অসবার্গের ডব্লিউডব্লিউকে এরিনাতে বেভারিয়ান্স প্রতিবেশীদের উপর পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১১ মিনিটে ফ্লোরিয়ান নিয়েডারলেচনার অসবার্গকে এগিয়ে দেবার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট বায়ার্ন ডিফেন্ডার ডায়ট উপামেকানোর সাথে ডিফ্লেকটেড হলে তা সহজেই রুখে দেন ম্যানুয়েল নয়্যার। ৩২ মিনিটে সাদিও মানে বায়ার্নকে প্রায় এগিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্ডার ম্যাক্স বয়ার তা ক্লিয়ার করেন।
গেলো মৌসুমে এই অসবার্গের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছিল বায়ার্ন। কাল একের পর এক কাউন্টার এ্যাটাকে তারা বায়ার্ন রক্ষণভাগকে ব্যস্ত করে তুলেছিল। শেষ পর্যন্ত ফ্রি-কিক থেকে তারা ডেডলক ভাঙ্গতে সক্ষম হয়। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইয়াগোর সহায়তায় মারগিম বেরিশা ৫৯ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
ম্যাচের সময় যতই গড়িয়েছে সফরকারীরা গোল পরিশোধে আরো বেশি মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় মাথায় নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।
এই সুযোগে টিনএজ জার্মান স্ট্রাইকার ইউসুফা মুকোকোর গোলে শালকেকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্নের পরাজয়ের দিনে ঘরের মাঠে প্রতিপক্ষকে হারিয়ে শীর্ষে ওঠার আরো একটি সুযোগ প্রায় হাতছাড়া করেই ফেলেছিল ডর্টমুন্ড। কিন্তু ১৭ বছর বয়সী মুকোকোর গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।