আর্কাইভ থেকে দেশজুড়ে

সাভারে বিদেশি নাগরিকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারে এক বিদেশি নাগরিকসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সাভার এবং আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে এসব লাশ উদ্ধার করে দুই থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টাস পাশ করেন ইতুপিয়ার নাগরিক বেলেতি (৪৭)।

তিনি আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি ম্যাচে রুম ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে ১৩ আগস্ট চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সজল খাঁন বলেন, তার মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।

অপরদিকে সাভারের ভাগলপুর থেকে সজল খাঁন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।

এছাড়াও আশুলিয়ার ভাদাইল থেকে অন্তরা (৩০)নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর বিষয়েও তদন্ত করছে পুলিশ।

এর আগে গত দুই দিনে সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত তিন যুবকের মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।

পুলিশ এখনো ওই তিন জনের হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন বা তাদের নাম পরিচয় সনাক্ত করতে পারেনি বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন