অপরাধ

কোটা আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় রাজধানীতে গ্রেপ্তার ৩ হাজার ছাড়ালো

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সমগ্র দেশজুড়ে সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের কয়েটি থানায় ২৭৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট ) পর্যন্ত সেই ধারাবাহিকতায় ঢাকায় ৩০১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিএমপির ৫০টি থানায় মোট মামলা হয়েছে ২৭৪টি। এসব মামলায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, নাশকতা-সহিংসতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন