গাজায় স্কুলে ইসরাইলের হামলা, নিহত ১৬
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার এক স্কুল ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।এতে ১৬ জন নিহত ও অনেক আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিশু।
শনিবার (৩ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়,গতকাল শনিবার গাজা সিটির শেখ রেদওয়ানে এক স্কুল ভবনে হামলা চালায় ইসরাইল। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ইসরায়েলি হামলায় ১৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে স্বীকার করেছে যে তারা উত্তর গাজার স্কুলে হামলা করেছে এবং দাবি করেছে যে হামাস ওই স্থানে অস্ত্রের মজুদ রেখেছিলো।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৩৯ হাজারের বেশি। আর আহত হয়েছেন অন্তত ৯০ হাজার।
জেডএস/