ক্যাম্পাস

পদত্যাগ করলেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম পদত্যাগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড.নূরুল আলম ।

বুধবার (৭ আগস্ট) ড.নূরুল আলম পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো.আবু হাসান।

পদত্যাগ পত্রে অধ্যাপক ড.নূরুল আলম বলেন, নিয়োগের পরে দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করছেন।

এর আগে নতুন জাবির প্রক্টর হিসেবে সাময়িক দায়িত্ব দেয়া হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেলকে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল ও ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হককে।

প্রসঙ্গত,২০২২ সালের ২৩ সেপ্টেম্বর  অধ্যাপক ড.নূরুল আলম জাবির উপাচার্য হিসেবে নিয়োগ পান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন