এবার পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়াও সাতটি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার।
একটি সূত্র জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত আলহাজ ফরিদ আহমেদ এবং মাতা প্রয়াত মাছুমা খাতুন ছিলেন সমাজহিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব। ড. মাকসুদ কামালের অগ্রজ প্রয়াত এ কে এম শাহজাহান কামাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিন মেয়াদে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্ত্রী সৈয়দা আফসানা ফেরদৌসি একজন শিক্ষাবিদ। তিনি দুই পুত্র এবং এক কন্যাসন্তানের পিতা।
এএম/