জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা ইরান বা ইসরাইলের জন্য যুদ্ধক্ষেত্র হবো না।
ইরান-ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি জর্ডানের
হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে নতুন সংকটময় পরিস্থিতি। অঞ্চলটিতে সামগ্রিকভাবে নতুন একটি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে গাজা-ইসরাইল সংঘাত চলমান। হানিয়া ইস্যুতে এবার ইরান-ইসরাইল যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দুই দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি জানিয়েছে জর্ডান। খবর রয়টার্সের।
শনিবার ( ১০ আগস্ট ) জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা ইরান বা ইসরাইলের জন্য যুদ্ধক্ষেত্র হবো না। তাদের জানিয়েছি, কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দেব না।
দেশটির কর্মকর্তা বলেছেন, তারা ইরান বা ইসরাইলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। নিজেদের আকাশসীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করার কথাও জানিয়েছে জর্ডান।
উল্লেখ্য, ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরাইলকে দায়ী করে আসছে হামাস ও তেহরান। প্রিয় মেহমানকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান সরকার। এতে ইরান ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।
জেডএস/