বাংলাদেশ

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্ট ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার জন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। 

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

এর আগে গত ১০ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ জন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন— বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকালে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে বিচারপতি আশফাকুল ইসলাম পদত্যাগ না করে স্বপদে বহাল আছেন।

প্রসঙ্গত, পরে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে ছয় জন বিচারপিতর রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন