লিগস কাপের শেষ ষোলো খেলা হচ্ছে না মেসির
ইন্টার মিয়ামির হয়ে এখনই মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। সময় দিতে হবে আরও। মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়নস লিগস কাপের শেষ ম্যাচগুলোতেও মেসিকে পাবে না দলটি।
ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্তিনো এই তথ্য নিশ্চিত করেছেন।
এক মাস হয় কোপা আমেরিকার ফাইনাল শেষ হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে অ্যাঙ্কেলে বেশ চোট পান মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ম্যাচটি অবশ্য জিতে নিয়েছিল আর্জেন্টিনা। আর ১৬তম বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও ধরা দিয়েছিল তাতে।
ক্লাব সতীর্থদের সঙ্গে এখনো অনুশীলন করার সুযোগ হয়নি মেসির। চলমান লিগস কাপে যুক্তরাষ্ট্রের এমএলস ও মেক্সিকো থেকে লিগা এমএক্সের ক্লাবগুলো অংশ নিয়ে থাকে। এর আগের বছর ইন্টার মিয়ামিকে লিগস কাপ জেতানোর কারিগর ছিলেন মেসি। টুর্নামেন্টে করেন ১০ টি গোল, জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।
বুধবার (১৪ আগস্ট) সকালে কলম্বাস ক্রু’র বিপক্ষে ম্যাচে মাঠে নামবে মায়ামি। যারা জিতবে তারা নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। তবে এমন এক ম্যাচে মেসিকে নিশ্চিতভাবেই মিস করবে তার দল।
এম এইচ//