আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৬ জন নিহত

শরাণার্থী শিবির ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি শরাণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় আরও ৫৬ জন নিহত হয়েছেন।  এদের মধ্যে একটি পরিবারের সব সদস্য মারা গেছেন। 

মঙ্গলবার ( ১৪ আগস্ট ) মধ্যরাতের আগ মুহূর্তে নুসেইরাত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী এ হামলা চালায়।  গত দশ মাস ধরে চলমান অভিযানের এটি সর্বশেষ বড় ধরণের বিমান হামলার ঘটনা।  

বুধবার ( ১৫ আগস্ট ) ফিলিস্তিনি গণমাধ্যমের মা’আন এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় আবু নাবা পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। হামলায় ৭ সদস্যের পরিবারের মা, বাবা এবং দুই থেকে এগার বছর বয়সি পাঁচ শিশু প্রাণ হারায়। 

যুদ্ধের ৩১৩ তম দিনে ইসরাইলি যুদ্ধবিমান গাজা উপত্যকার একাধিক এলাকায় বোমাবর্ষণ করে। এতে একদিনে ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন