খেলাধুলা

দর্শকরা বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখবেন যেভাবে

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ, ঢাকা, ২০২১ ছবি: সংগৃহীত ছবি

আবারও মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সাদা পোশাকে, লাল বলে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলবে বাংলাদেশ। বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে আয়োজন হবে প্রথম ম্যাচ। বাংলাদেশের ম্যাচ দুইটি দর্শকরা দেখতে পারবেন টেলিভিশনে।

বুধবার, বাংলাদেশ সময় সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি টেস্ট। 

দুই ম্যাচের সিরিজটি বাংলাদেশ থেকে দর্শকরা দেখতে পারবেন দুইটি বেসরকারি চ্যানেল। সরাসরি ম্যাচ দুইটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জিটিভি)। 

এরমধ্যে সিরিজ শুরুর দুই দিন আগেই পাকিস্তান নিজেদের ঘোষণা করে। যে একাদশে রয়েছে চার জন পেসার। বাংলাদেশ একাদশেও চার পেসার দেখা যেতে পারে। এমন কথা কিছুদিন আগে বলেন, বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। 

রাওয়ালপিন্ডির মাঠ পেস-নির্ভর, তা বলাই বাহুল্য। তবে ব্যাটারদের জন্য অনেকখানি সুবিধা এই মাঠে থাকে। পূর্বের বিভিন্ন তথ্য অন্তত তেমন কথাই বলে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দ্বিতীয় ম্যাচ করাচিতে হওয়ার কথা থাকলেও, সেই ম্যাও রাওয়ালপিন্ডিতে হচ্ছে। করাচি স্টেডিয়ামের অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, করাচি স্টেডিয়ামে ম্যাচ হলেও কোনো দর্শক প্রবেশ করবে না। তবে শেষপর্যন্ত ভেন্যুতে বদল এনেছে পাকিস্তান বোর্ড। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন