খেলাধুলা

পদত্যাগ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির জরুরি সভা অনুষ্ঠিত হয় সকাল ১১ টার দিকে। সেখানে দেশের বাইরে থেকে যোগাযোগ করেন নাজমুল হাসান এবং ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন।

নাজমুল হাসান পাপন পদত্যাগ করছেন, এমন নিশ্চয়তা আগেই জানানো হয়েছিল। তিনি ২০১২ সালে সভাপতি পদে মনোনয়ন পান। এরপর ২০১৩ সালের বিসিবি নির্বাচনে এই পদে আসীন হন। এরপর ২০১৭ ও ২১ সালে নির্বাচিত হয়ে সভাপতি পদ ধরে রাখেন তিনি। 

নাজমুল হাসান ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় প্রথমে পরিচালক পদে দায়িত্ব নেন। এরপর পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করে। এর আগে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর ছিলেন, যেখান থেকে পরে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন