জাতীয়

বন্যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে : রিজওয়ানা হাসান

বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বন্যার কারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন,  ফ্ল্যাশ ফ্লাডগুলোর (আকস্মিক বন্যার) ক্ষেত্রে বাংলাদেশ কী ধরনের আগাম সতর্কতা পেতে পারে। বাংলাদেশকে আগাম সতর্ক করা হয়েছিল কি না। ভবিষ্যতে এধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে। সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিতে পারে — এসব বিষয়ে কথা বলতে আজকে প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটি বৈঠক হবে।

তিনি বলেন, ফেনীতে নজিরবিহীন বন্যা হয়েছে। বন্যাকবলিত প্রতিটি জেলায়  উপদেষ্টামন্ডলীর সদস্যরা সফর করবেন। ত্রাণের দায়িত্বে যিনি আছেন– তিনি ইতোমধ্যে রওনা হয়েছেন। তিনি ত্রাণ কাজে সমন্বয় আনার চেষ্টা করবেন।

প্রসঙ্গত, এর আগে এর আগে বাংলাদেশে আকস্মিক বন্যা ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি বলে এক বিবৃতি দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন