বাংলাদেশ

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিচ্ছেন দুদক কর্মকর্তারা

দুর্নীতি দমন কমিশন ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সকল কর্মকর্তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্যোগময় পরিস্থিতিতে দুর্নীতি দমনের পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করার সিদ্ধান্ত নেন তারা।

'দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (২৪ আগস্ট) সকল কর্মকর্তারা ত্রাণ তহবিলে ওই অর্থ জমা করা হবে। সংগঠনটির সাবেক সভাপতি ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এসব তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।

এ বিষয়ে ডুসার সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ ও সাধারণ সম্পাদক জাহিদ কালাম বলেন, দেশের এই দুর্যোগের মুহূর্তে আমরা জনগণের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। দুদক কর্মচারীরা দেশ সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে বন্যা দুর্গতদের পাশে থাকবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। 

এএম/


এ সম্পর্কিত আরও পড়ুন