নজরুলের প্রয়াণ দিবসে নতুন আঙ্গিকে ‘দুর্গম গিরি কান্তার মরু’
এসেছিলেন জ্যৈষ্ঠে। বিদায় নিয়েছেন ভাদ্রে। আমৃত্যু শোষিত-নিপীড়িত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলেছিল তাঁর কণ্ঠে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
বিদ্রোহী কবির ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ‘দুর্গম গিরি কান্তর মরু’ গানটি নতুন আঙ্গিকে গেয়েছেন শিল্পী অনিমেষ রায়, পান্থ কানাই ও সৈয়দ সুজন। গানটির ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা এবং সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সুজন।
সোমবার (২৬ আগস্ট) জাতীয় কবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে গানটি আরটিভি মিউজিক লাউঞ্জে প্রকাশিত হবে।
বিশেষ এই গানের প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ ‘কান্ডারী হুঁশিয়ার’ শিরোনামে কবি নজরুল গানটি রচনা করেছিলেন। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে অনেকেই বেছে নেন। এ ধরনের একটি গান নতুন সংগীতায়োজনে গাইতে পেরে ভালো লাগছে। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে এটি।’