আবহাওয়া

সাগরে লঘুচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম,খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সমুদ্রবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়,  উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে পৃথক এক বার্তায় বলা হয়,  রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন