বন্যার পর সাপের উপদ্রব, হাসপাতালে ভর্তি ২২৫ জন
নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলো ২২ আগস্ট থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সাপের কামড় নিয়ে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। তবে সাপে কামড়ে জেলায় এখনও কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বন্যার কারণে সাপে কামড়ের রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। হাসপাতালে যারা আসছেন,তাঁরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে অতিবৃষ্টি ও উজানের পানি ধেয়ে আসার কারণে নোয়াখালীতে বন্যা চলছে। প্লাবিত হয়েছে জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিই। এতে বেড়ে গেছে সাপে কামড়ের ঝুঁকিও। ১৩ দিন ধরে প্রতিদিনই সাপে কামড়ের রোগী আসছেন হাসপাতালে।
হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক নিরুপম দাশ প্ বলেন, বন্যার পানিতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বন্যার পানিতে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। কাউকে অসাবধানতাবশত সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়া যাবে না। দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসা পেলে সাপে কামড়ের রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।
প্রসঙ্গত, বর্তমানে ২০ জন সাপে কামড়ে আহত রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
আই/এ