যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুইজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাইস্কুলে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। হামলার পরপরই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে এসে আশপাশের এলাকাটিকে ‘কঠোর লকডাউনের’ অধীনে রাখেন। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।
হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। রয়টার্স বলছে, হামলায় ৯ জন আহত হয়েছেন।
ব্যারো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।
১৪ বছর বয়সী এক কিশোর বন্দুকধারী অ্যাপালাচি হাইস্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ওই কিশোর সেই স্কুলে পড়ে কিনা তা জানা যায়নি।
কেএস//