জাতীয়

দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ

পদত্যাগের পর নির্বাচন কমিশন ছাড়ার সময় নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরেআনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার।

 

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও নির্বাচন ভবনে এসেছিলেন রাশেদা সুলতানা ও আনিছুর রহমান। নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার সময় আগে থেকে অপেক্ষারত বিক্ষুব্ধ জনতা এ দুই ইসিকে ধাওয়া দেন। এরপরে বিক্ষুব্ধ জনতা জুতা খুলে এই দুই কমিশনারের গাড়িতে ছুড়ে মারেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন