জরুরি অবস্থা জারি
উত্তপ্ত মণিপুর, গভর্নরের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী
নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৬ জন। জিরিবামে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এসব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্যপাল এল. আচার্যের সাথে দেখা করেছেন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং।
এর আগে, শনিবার সন্ধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন জোটের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন এন. বীরেন সিং। আর সেই বৈঠকের পরই দেখা করতে যান বীরেন।
এনডিটিভি বলছে, মণিপুরের ক্ষমতাসীন জোটে বিজেপি, নাগা পিপলস ফ্রন্ট এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) রয়েছে। বিজেপির নেতৃত্বে শাসক জোটের ৫৩ জন বিধায়কের মধ্যে ২৪ জন বিধায়ক ও ৬ জন মন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন।
রাজ্যের বেসামরিক লোকদের ওপর সশস্ত্র লোকদের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা করতে এই বৈঠক।
এনএস/