আন্তর্জাতিক

ভারতের ‘অশান্ত’ মণিপুরে বইতে শুরু করেছে ‘শান্তির’ বাতাস!

সমর্পণ করা এসব অস্ত্র-গোলাবারুদের ছবি প্রকাশ করেছে মণিপুর রাজ্য প্রশাসন ছবি: সংগৃহীত

অবশেষে শান্তিরবাতাস বইতে শুরু করেছে ভারতের `অশান্তরাজ্য মণিপুর রাজ্যের গভর্নর অজয় কুমার ভাল্লার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র জমা দিতে শুরু করেছে বিদ্রোহীদের একাংশ  বুধবার(২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য  উঠে এসেছে

প্রতিবেদেনে বলা হয়, প্রায় ২ বছর ধরে মণিপুর রাজ্যে চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যেই গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি হয় এরপর গত ২০ ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান এজন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি

নির্ধারিত সময়সীমা শেষ হতে বাকি আছে আর দুদিনএরইমধ্যে অস্ত্র জমা দিতে শুরু করেছে বিদ্রোহীরাসমর্পণ করা এসব অস্ত্র-গোলাবারুদের ছবি প্রকাশ করেছে মণিপুর রাজ্য প্রশাসন 

সরকারি কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, গেলো পাঁচদিনে ১২টি সিএমজি বন্দুক, ২টি পয়েন্ট ৩০৩ রাইফেল, ২টি এসএলআর রাইফেল, ৪টি এসবিবিএল রাইফেল, পয়েন্ট ৩০৩ রাইফেলের ২টি ম্যাগজিন, এসএমজি বন্দুকের ১২টি ম্যাগজিন, এসএলআর রাইফেলের ২টি ম্যাগজিন, একটি আইইডি বিস্ফোরক, পয়েন্ট ৩০৩ রাইফেলের ৩৩ রাউন্ড তাজা গুলি, এসএলআর রাইফেলের ৩২ রাউন্ড তাজা গুলি এবং এসবিবিএল রাইফেলের ৫ রাউন্ড তাজা গুলি, বেশ কয়েকটি বুলেটপ্রুফ ভেস্ট ও অন্যান্য সামরিক সরঞ্জাম জমা পড়েছে

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন