আবহাওয়া

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সতর্কত সংকেত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এ অবস্থায় বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গেলো ২ দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, খাল-বিলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা।

এদিকে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন