বাংলাদেশ

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাহবুব আলীর গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওবায়দুর রহমান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার (আজ) আদালতে পাঠানো হবে।

হবিগঞ্জ-৪ আসন (মাধবপুর-চুনারুঘাট) থেকে ২০১৪ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। এরপর ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০২৪ সালের নির্বাচনে অবশ্য স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে পরাজিত হন তিনি।

মাহবুব আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন