সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করলো প্রশাসন
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগামী তিনদিন ভ্রমণে যেতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে ১৪০০ পর্যটক আটকা পড়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের কাছে অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে, এগুলো নিয়ে কাজ হচ্ছে। এসময়ে সাংবাদিকদের কাছে হামলা সংক্রান্ত কোন তথ্য থাকলে তা প্রদান করে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।
জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।
আই/এ