খেলাধুলা

কানপুর টেস্টে বাগড়া দিতে পারে বৃষ্টি!

ছবি: সংগৃহীত

চেন্নাই টেস্টে পরাজয়ের পর বাংলাদেশের সামনে এখন কানপুর টেস্ট। ভারতের বিপক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে অবশ্য কানপুরের আবহাওয়া নিয়ে কিছুটা প্রশ্ন থেকে যাচ্ছে।

শুক্রবার কানপুরে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল ১০ টা থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে, কানপুর টেস্টের প্রথম ৩ দিন বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।

শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম আছে, রোববারেও সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে এই টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ, বৃহস্পতিবার কানপুরে বৃষ্টি হয়েছে, একারণে দলের অনুশীলন করতেও বেশ সমস্যা হয়েছে।

চেন্নাইয়ে প্রথম টেস্টে রোদের তীব্রতা বেশি ছিল। গরম ও ঘামে দুই দলের জন্য মাঠে মনোযোগ রাখা শক্ত ছিল। এবার কানপুর টেস্টের আবহাওয়া যা বলছে, তাতে বৃষ্টিতে ম্যাচের অনেকাংশ পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন