কক্সবাজারে দুই মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন
কক্সবাজার আদালত থেকে দুই মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গেলো বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালতে বিচারাধীন এ দুইটি মামলা থেকে তাকে খালাস দেন।
আদালত থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, গেল ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ গায়েবী মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। যদি সেসব মামলা থেকে তাদের খালাস দেয়া হয় তাহলে দেশের জনগণ ও গণতন্ত্র মুক্তি পাবে।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে আদালত আমাকে মুক্তি দিয়েছেন। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের আইনজীবী আবু সিদ্দিক ওসমানী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এই মামলা দুটিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয়নি। সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সব আসামিকে অব্যহিত দেন আদালত।
সালাহউদ্দিন আহমেদের আইনজীবী জানান, ২০০৭ সালে চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক বাদী হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দুটি দায়ের করেন।
এএম/