খেলাধুলা

বার্সার জয়ের ধারা থামিয়ে দিলো ওসাসুনা

বার্সেলোনা ফুটবল ক্লাবের টানা ৭ ম্যাচ জয়ের ধারা শেষ হলো ওসাসুনার বিপক্ষে।  জার্মান কোচ হানসি ফ্লিকের অধীনে বার্সা এ ম্যাচে জিতলে নতুন রেকর্ড গড়তে পারতো। কিন্তু সেই আশা পূরণ হয়নি শনিবার (২৮ সেপ্টেম্বর)  রাতেলা লিগার এই ম্যাচে ৪-২ গোলের বড় পরাজয়ের মুখে পড়তে হলো বার্সাকে।

ম্যাচে দলের দুই তারকা, লামিনে ইয়ামাল এবং রাফিনিয়াকে বেঞ্চে রেখে খেলা শুরু করে বার্সা।  শুরুতে বল দখল রেখেও সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালান দলটি।  অন্যদিকে ওসাসুনা ঠিকই সুযোগগুলো কাজে লাগিয়ে ২৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায়

দ্বিতীয়ার্ধে পাও ভিক্টরের একটি গোল বার্সাকে কিছুটা আশা দিলেও ৭২ মিনিটে আন্তে বুদিমিরের দ্বিতীয় গোল আবারও ব্যবধান বাড়িয়ে দেয়।  ওসাসুনা ৮৫ মিনিটে আরও একটি গোল করলে বার্সার পরাজয় নিশ্চিত হয়।  শেষের দিকে ইয়ামালের সান্ত্বনার একটি গো ব্যবধান ৪-২ এ কমিয়ে আনে।  তবে সেটি আর ম্যাচে ফিরতে সাহায্য করেনি

ম্যাচ শেষে সংবাদ সম্বেলনে কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, এ হারের দায় তার নিজের।  প্রথমার্ধে বার্সা অনেক ভুল করেছে। খেলোয়াড়দের মধ্যে অনেক পরিবর্তন আনার কারণে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে।  

তিনি আরও বলেন, দলের পরিবর্তনগুলো দরকারি ছিল।  কারণ তাদের অনেক খেলোয়াড় অনেক সময় মাঠে কাটিয়েছে।  এ বিষয়ে তিনি খেয়াল রাখতে চান।  এই হারের জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তবে সেটি তিনি নিজেই বলে দাবি করেছেন।

এবার বার্সেলোনার সামনে রয়েছে চ্যাম্পিয়নস লিগের চ্যালেঞ্জ। মঙ্গলবার (১ আক্টবর) রাতে ঘরের মাঠে ইয়ং বয়েজের মুখোমুখি হবে দলটি।  প্রথম ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর, এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বার্সাকে

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন