খেলাধুলা

কানপুরে বিপদে বাংলাদেশ, লিটন-সাকিবের বিদায়

কানপুরে কিছুটা বিপদেই আছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির জন্য এখনো বাকি কিছুটা সময়। এরমধ্যেই আজ ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। মুশফিকুর রহিমের বিদায়ের পর লিটন দাস ও সাকিব আল হাসান ফিরেছেন। ক্রিজে এখন আছেন মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ।

দেশের বাইরে সাকিবের শেষ টেস্ট চলছে এটি। যার প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭ বলে ৯ রান করেন তিনি। যেখানে দুইটি চারের মার ছিল।

চতুর্থ দিনের শুরু করেছিন মুমিনুল ও মুশফিক। অপরাজিত এই দুই ব্যাটারের মধ্যে মুমিনুল দেখে শুনেই খেলে যাচ্ছেন। জাসপ্রীত বুমরাহর বল ভুলভাবে চিহ্নিত করে বোল্ড হয়ে ফিরে গেছেন মুশফিকুর। ৩২ বল খেলে করেন ১১ রান।

নতুন ব্যাটার লিটন দাস বুমরাহর এক ওভারেই ৩ টি বাউন্ডারি আদায় করে নেন। তবে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারলেন না। মোহাম্মদ সিরাজের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে শট খেলতে গিয়ে রোহিত শর্মার দারুণ এক ক্যাচে পরিণত হন তিনি। ২০ বলে ১৩ রান করে বিদায় নেন এই ব্যাটার।

মুমিনুল হক তখন ফিফটি করে বড় রানের দিকে ছুটছেন। সাকিব এসে যোগ দিলেন তার সাথে। রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারিতে টিকতে পারেননি তিনি। আগের বলে চার হলেও, পরের বলও একই ধারায় খেলতে যান সাকিব। ক্রিজ থেকে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টা ছিল তার মধ্যে।

কিন্তু ত্রিশ গজ বৃত্তে সিরাজ দারুণ এক ক্যাচ নেন। এতে সাকিবের ইনিংস শুরু হতেই পতন ঘটে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন