জাতীয়

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় তিনি এ জামিন পেলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কারামুক্ত হন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম।

তিনি জানান,  দুপুরে জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে মাহমুদুর রহমানকে মুক্তি দেয়া হয়

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার আসামি হন মাহমুদুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন।

মাহমুদুর রহমানের মুক্তির খবরে বিপুলসংখ্যক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কারাগারের সামনে উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন