এশিয়া

গেলো ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩৭

ছবি: সংগৃহীত

লেবাননে রাতভর রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাংশে এ হামলা চালানো হয়েছে।

এদিকে বার্তা সংস্থা সিএনএন বলছে, নতুন করে দেশটির বাসিন্দাদের অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেয়া হয়েছেআশঙ্কা করা হচ্ছে, আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের।

এর আগে, গেলো ৩০ সেপ্টেম্বর রাতে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন