বিশ্বকাপের মাঠে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিশেষ জার্সি
দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে ‘স্পেশাল’ জার্সি পরে নেমেছে প্রোটিয়া নারীরা।
পরিবারের সদস্য, ভালোবাসার ব্যক্তিরা জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দলের জার্সিগুলোতে। ব্যতিক্রম এই ভাবনাতে সহযোগিতা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। প্রত্যেকের জার্সিতে আলাদা আলাদা নাম শোভা পেয়েছে। জার্সির গলার অংশের এক পাশে এবং নিচের অংশে এই নামগুলো লেখা হয়েছে।
পুরো বিষয়টি নিয়ে খেলোয়াড়দের অনুভূতি আকাশ ছোঁয়া। তারা জানিয়েছে, ভালোবাসার এই মানুষগুলোর নাম সম্বলিত জার্সি পরে মাঠে নামা তাদের জন্য অনেকখানি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে আয়োজক-স্বত্ব এখনো বাংলাদেশের। কারণ বাংলাদেশেই এই বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল, যা রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
এম এইচ//