শেখ হাসিনার অবস্থান নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
তৌহিদ হোসেন বলেন,গণমাধ্যমে তিনিও দেখেছেনসাবেক প্রধানমন্ত্রী আমিরাতের আজমানে গেছেন। তবে বিষয়টি গণমাধ্যম নিশ্চিত হতে পারিনি।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্য দেশে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে। এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠাল কি না- এমন প্রশ্নের প্রেক্ষিতে উপদেষ্টা বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন।
আই/এ