খেলাধুলা

পূরণ হচ্ছে সাকিবের চাওয়া!

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান বিদায় নিতে চেয়েছেন দেশের মাটিতে। তার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলেই ইতিবাচক খবরে পাওয়া যাচ্ছে। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্ট মিরপুরে খেলেই সাদা বলের ক্যারিয়ার শেষ করতে চান সাকিব।

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

ফারুক বলেন, সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার।

বিসিবি সভাপতি মাঠে বা স্টেডিয়ামে নিরাপত্তা দেয়ার প্রসঙ্গে বলেন, আমাদের যতটুকু ক্ষমতা...ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, প্র্যাকটিস মাঠে যাবে। এই দায়িত্বটা (স্টেডিয়ামে নিরাপত্তা) নেওয়া আমাদের জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।

বিসিবি সভাপতি বা বিসিবির ক্ষমতা এ বিষয়টিতে অনেক কম। ফারুক আহমেদ অন্তত সেভাবেই বলতে চাইলেন। সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

ফারুক বলেন, আমি তো একটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারি পর্যায় থেকে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন।’

অক্টোবরের ২১ তারিখ থেকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

এম এইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন