জাতীয়

সিন্ডিকেটের সঙ্গে জড়িত কর্পোরেট মালিকদের গ্রেপ্তার করা হবে : আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের সঙ্গে জড়িত কর্পোরেট মালিকদের গ্রেপ্তার করা হবে। গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে। অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠন শুরু করেছে, আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের এই সংস্কারের প্রক্রিয়ার চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, আগে যে সিন্ডিকেট ছিল তা নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ সরকারআর সিন্ডিকেটের ভেতরে ছিল ব্যবসায়ীরা। এখন তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কোনো না কোনো রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছে। বর্তমান সরকার তাদের চিহ্নিত করার চেষ্টা করছে

কারওয়ান বাজারে চাঁদাবাজির সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন,   সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে। কারণ, দলগুলো যদি আগের সেই প্রাকটিসে ঢুকে যায়, তাহলে আন্দোলনে এতগুলো মানুষের জীবন দেওয়ার কোনো দরকার ছিল না

আসিফ মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের সঙ্গে অনেকগুলো বিষয় জড়িতবন্যার কারণে শাকসবজির সরবরাহ কমেছে। পর পর দুটো বন্যা হয়ে গেছে। সেই বিষয়টি  মাথায় রাখতে হবে। তবে সিন্ডিকেটের বিরুদ্ধে  হার্ডলাইনে যেতে হবে। যেসব করপোরেট প্রতিষ্ঠান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে দাম বাড়াবে তাদেরকে আটক করা হবে

আওয়ামী লীগ সরকার পতনের টিসিবি ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, টিসিবিকে কার্যকর করতে হবে। আগে যারা টিসিবির ডিলার ছিল তারা ছিল ছাত্রলীগ, যুবলীগের কর্মী। তারা এখন পালিয়েছে।

সাকিব আল হাসান সম্পর্কে উপদেষ্টা আসিফ বলেন, খেলোয়াড় হিসেবে তিনি সবধরণের নিরাপত্তা পাবেন। ওনার দেশে আসতে এখনও কোনো আইনি বাধা নেই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন