খেলাধুলা

বাবরকে বাদ দেয়া প্রভাব পড়বে স্পনসরে, মনে করেন রমিজ

ছবি: সংগৃহীত

বাবর আজমকে বাদ দেয়ার পর নানা আলোচনা-সমালোচনা চারদিকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে রাখা হয়নি বাবরকে। মূলত তার পারফরম্যান্সের কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন সিদ্ধান্ত। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবার বাবরকে বাদ দেয়া প্রসঙ্গে আরেক মন্তব্য করেছেন।

রমিজ রাজা মনে করেন, বাবরকে নিয়ে পিসিবির এই সিদ্ধান্তে স্পনসর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারে পিসিবি। মঙ্গলবার (১৫ অক্টোবর) পাকিস্তান-ইংল্যান্ড এর দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালে এই মন্তব্য করেন তিনি।

আমার মনে হয় এটা বাবরের পক্ষ থেকে আসতে হতো, যে সে একাদশে খেলতে চায় কি- চায় না। এটা একরকম হাঁটুতে ঝাঁকুনি দেয়ার প্রথম প্রতিক্রিয়া, নতুন নির্বাচক এসেই! সাধারণ মন্তব্য এমন ছিল, তার বিশ্রাম দরকার এবং তাকে একেবারেই স্কোয়াডের বাইরে রাখা হলো।

আমাদের এটা বুঝতে হবে যে, সে পাকিস্তানের জন্য ক্রিকেট বিপণন করে থাকে। আমি এই পাকিস্তান দলে বিপণন যোগ্য কাউকে দেখছি না। স্পনসররাও কিছুটা চিন্তিত হয়ে পড়বে। কারণ পাকিস্তান একটা পরাজয়ের ধারাবাহিকতায় আছে।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন