একাদশে জায়গা হারাচ্ছেন বাবর আজম
বাবর আজমের সময়টা কোথাও তেমন একটা ভাল যাচ্ছে না। সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব থেকে কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের পারফরম্যান্সের মূল্য বোধহয় এখন দিতে হচ্ছে। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে থাকছেন না বাবর।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এর প্রতিবেদন বলছে, পাকিস্তানের নতুন গঠিত নির্বাচক কমিটি বাবরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নির্বাচক কমিটির সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ও ৫ জন পরামর্শক মিলে শুক্রবার (১১ অক্টোবর) একটি মিটিং করেন।
সাদা পোশাকের ক্রিকেটে বাবর আজম বলার মতো কোনো গল্প লিখতে পারছেন না। ২০২২ সালের ডিসেম্বর থেকে এই ব্যাটার এখন পর্যন্ত কোনো টেস্ট হাফ সেঞ্চুরি করতে পারেননি। যেখানে বাবরের গড়ও খুব ভালো অবস্থানে নেই।
নতুন গঠন করা নির্বাচক কমিটি, মেন্টর- তাদের অবস্থান বাবরের বিপক্ষেই গিয়েছে। ফলে দ্বিতীয় টেস্টের দল থেকে এই পাকিস্তানি ব্যাটারের বাদ পড়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) থেকে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান।
এম এইচ//