লঙ্কা টি টেন লিগে নাম লেখালেন সাকিব
শ্রীলঙ্কার লঙ্কা টি-টেন লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলে যাবেন সাকিব। কানপুরে অবসর ঘোষণার সময় এ কথা জানিয়েছেন সাকিব।
বুধবার (১৬ অক্টোবর) লঙ্কা টি-টেন লিগের দল গল মারভেলস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাকিবকে দলে নেয়ার খবরটি নিশ্চিত করে।
ড্রাফট শুরুর আগেই প্লাটিনাম ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গল মারভেলস।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে লঙ্কা টি-টেন লিগ। টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যেগে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। যেখানে ৬ টি দল অংশ নেবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রথম পর্বের খেলার পর প্লে-অফ অনুষ্ঠিত হবে।
এর আগে আবু ধাবির টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন হিসেবে নাম লিখিয়েছেন সাকিব। এরমধ্যে সাকিবকে দলে রেখে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলবেন এই অলরাউন্ডার। চিটাগাং কিংসের হয়ে আসন্ন বিপিএল মাতানোর কথাও রয়েছে সাকিবের।
এম এইচ//