খেলাধুলা

ব্যালন ডি'অরে যোগ্য প্রার্থী কে, জানালেন মেসি

ব্যালন ডি'অর পুরস্কার হাতে লিওনেল মেসি ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর পুরস্কার কে জিতবেন, তার দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ভক্ত-সমর্থকরা প্রতিদিন নিজেদের মতামত জানিয়ে যাচ্ছেন, ফুটবল তারকারাও বাদ নেই। এবার লিওনেল মেসি জানিয়েছেন তার পছন্দের ব্যালন ডি’অর যোগ্য প্রার্থীর নাম।

মেসি নিজে ৮ বার ব্যালন ডিঅর জিতেছেন। আসন্ন ব্যালন ডিঅর এর জন্য তার সতীর্থ লাউতারো মার্তিনেজকে যোগ্য মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও মার্তিনেজের নাম জানিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকে ৬-০ গোলের বড় জয় পায় আকাশী-নীল দল। যেখানে মার্তিনেজের পা থেকেও এসেছে একটি গোল।

মার্তিনেজের সময়টা সবশেষ মৌসুমে ভালোই কেটেছে। ইতালিয়ান লিগে চ্যাম্পিয়ন হয়েছেন, আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপাতে মার্তিনেজের অবদান ছিল। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই ফরোয়ার্ড।

মার্তিনেজ প্রসঙ্গে মেসি বলেন, সে দারুণ একটি বছর কাটিয়েছে, ফাইনালে গোল করেছে, কোপা আমেরিকায় টপ স্কোরার। যে কারও চেয়ে তার ব্যালন ডিঅর বেশি প্রাপ্য।

আগামী ২৮ অক্টোবর প্যারিসে ঘোষণা করা হবে ব্যালন ডিঅর জয়ী ফুটবলারের নাম।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন