খেলাধুলা

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না ট্রান্সজেন্ডার নারীরা

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড নারী ক্রিকেটের ঘরোয়া প্রতিযোগিতার টায়ার-১ থেকে টায়ার-২ এ ট্রান্সজেন্ডার নারীদের বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি উইমেনস হানড্রেডও খেলতে পারবে না রূপান্তরিত নারীরা। মূলত ট্রান্সজেন্ডার নারীদের ক্ষেত্রে আইসিসি একইরকম সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দেখিয়েছে।

ইসিবির দেয়া বিবৃতি থেকে জানা যায়, ট্রান্সজেন্ডারের বিষয়টি অনেকখানি জটিল। সবকিছু বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা একরকম অসম্ভব। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে ইসিবিকে।

২০২৫ সালে নারী ঘরোয়া ক্রিকেটের জন্য নতুন প্রবর্তন নিয়ে আসতে যাচ্ছে ইসিবি। সেক্ষেত্রে ইংল্যান্ডের অন্যান্য অভিজাত খেলাগুলোর মতো ক্রিকেট একই ধারাপাতে কাজ করে থাকবে।

ট্রান্সজেন্ডার বিষয়ক নীতি ঘরোয়া ক্রিকেটের টায়ার-৩ এ কার্যকর হবে না। সেখানে যে কেউ ক্রিকেট খেলতে পারবেন, এর পাশাপাশি বিনোদনের জন্য যে ক্রিকেট খেলা- সেখানেও যে কেউ খেলতে পারবেন।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন