সংবাদমাধ্যমের সম্পাদক ও মালিকদের সংস্কার চাইলেন মাহমুদুর রহমান
সংবাদমাধ্যম সংস্কার করার আগে সম্পাদক ও মালিকদের সংস্কার প্রয়োজন। এমনটি মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকা কবে বাজারে আসবে, সে বিষয়েও কথা বলেছেন তিনি।
শুক্রবার (১৮ অক্টোবর) সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান এসব কথা জানান।
মাহমুদুর রহমান বলেন, 'সম্পাদক আবুল আসাদের দাঁড়ি ধরে ছাত্রলীগের ছেলেরা অপমান করে বের করে দেয়, অথচ কোনো প্রতিবাদ করেনি সম্পাদক পরিষদ। এদের বিরুদ্ধেই আগে সংস্কার চালানো উচিত। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের নামে সেখানে নির্লজ্জভাবে তেলবাজি করতো সম্পাদকরা। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ও গণমানুষের পক্ষে কথা বলার জন্য আমার দেশ পত্রিকা প্রয়োজন।'
লম্বা সময় ধরে বন্ধ আছে আমার দেশ পত্রিকা। সম্পাদক মাহমুদুর জানিয়েছেন, আপাতত নিজেদের কোনো ছাপাখানা নেই এই পত্রিকাটির। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আমার দেশ পত্রিকা প্রকাশ করা হবে বলে আশাবাদী তিনি।
মাহমুদুর রহমান বলেন, 'আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো । হাতে আড়াই মাসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করবো।'
তিনি যোগ করেন, 'আমার কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাবো আর লিখালিখি করবো। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাবো। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলিজি দরকার। এগুলো সেটাপ করতে হবে। যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেয়া উচিত, সেটা আমাদের দেশের নেই। তবুও আমার ধারণা লড়াই করতে পারবো।'
এম এইচ//