খেলাধুলা

মিরপুরে লজ্জার রেকর্ডে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিরপুরে ঘরের মাটিতে হাঁসফাঁস অবস্থা উঠে গেলো বাংলাদেশি ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলানো একরকম কষ্টকর হয়ে দেখা গেলো তাদের জন্য। স্বাগতিক দল অলআউট হয়েছে ১০৬ রানে। মিরপুরে দ্বিতীয় সর্বনিম্ন রানের এই স্কোর গড়লো টাইগাররা, যার প্রথমটিও বাংলাদেশের। এছাড়াও ঘরের মাটিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের হিসাবে যা পঞ্চম সর্বনিম্ন। 

এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আজ বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৮ রানের জুটি গড়েন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ওপেনার মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান করেন।

প্রোটিয়া বোলারদের পক্ষে কাগিসো রাবাদা, উয়াইন মাল্ডার, কেশভ মহারাজ ৩ টি করে উইকেট নিয়েছেন। ডেন পিট নিয়েছেন একটি উইকেট।

সকালে মিরপুরে ব্যাটিং করা কিছুটা কঠিন। তবে বাংলাদেশ দল তা আরও কঠিন করে ফেলে। একে একে উইকেট পতনে দিশেহারা অবস্থা হয়ে যায় দল। দলের রান ৪৫ হতেই ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয়ে ইনিংস শেষ করে স্বাগতিকরা। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন