দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জেনিফার লরেন্স!
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। অভিনেত্রী ও তার স্বামী কুক ম্যারোনির জন্য এটি একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। সম্প্রতি জেনিফারের মুখপাত্র সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসে লাঞ্চ করতে বের হয়েছিলেন ৩৪ বছর বয়সী জেনিফার। সেখানে তার পোশাকের ওপর দিয়ে বেবি বাম্প স্পষ্ট দেখা গিয়েছে। হলুদ রঙের ওভারসাইজড শার্ট ও কালো প্যান্টে ধরা দেন তিনি।
জেনিফার এবং কুকের প্রেমের গল্প শুরু হয় ২০১৮ সালে। জেনিফারের এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে পরিচয় হয় কুকের সঙ্গে। দ্রুতই তারা একে অপরের প্রেমে পড়েন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন এবং একই বছরের ১৯ অক্টোবর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রথম পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তবে ২০২১ সালে তার সিনেমা ‘ডোন্ট লুক আপ’ এর শুটিং চলাকালীন একটি গর্ভপাতের ঘটনা ঘটে।
জেনিফার লরেন্স তার ক্যারিয়ারে সিলভার লাইনিংস প্লেবুক, আমেরিকান হাস্টল, দ্য হাংগার গেমস এবং এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির মতো জনপ্রিয় সব সিনেমায় কাজ করেছেন। ভক্তদের আশা, নতুন অতিথি আসার পরেও তিনি সিনেমার জগতে সক্রিয় থাকবেন।
জেডএস/