ক্রিকেট

২০২ রানের লিড নিয়ে থামলো দক্ষিণ আফ্রিকা

৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা।  দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং করে ৩০৮ রানে থামলো প্রোটিয়ারা।  বাংলাদেশকে সফরকারীরা লিড দিয়েছে ২০২ রান। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় আগের দিন ক্রিজে টিকে থাকা মুল্ডার ও ভেরেইনারা মিলে গড়েন ১১৯ রানের জুটি।  সেই জুটি ভাঙ্গেন হাসান মাহমুদ। মুল্ডারকে স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন এই টাইগার পেসার। আউট হবার আগে তিনি করেন ৫৪ রান।  এর পরের বলেই হাসান ফেরান কেশব মহারাজকে।  

মুল্ডার ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেনে ভেরেইনা।  তাঁকে সঙ্গ দিয়ে ডেন পিট করেন ৩২ রান।  ১১৪ রান করে ভেরেইরা আউট হলে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

২০২ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।  তৃতীয় ওভারে সাদমান ইসলাম (১) ও মমিনুল হককে ফিরিয়ে দিয়েছেন কাগিসো রাবাদা। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন