আর্কাইভ থেকে বলিউড

অরুণ বালির বিদায়ে বলিউডে শোকের ছায়া

বলিউডে শোকের ছায়া। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। তাঁকে শেষ দেখা গিয়েছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’য়। 

আজ শুক্রবার (৭ অক্টোবর) ৭৯ বছর বয়সে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। 

চলতি বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। জানা গেছে, বিরল রোগ নিউরোমাসকুলার ডিজিজ এ ভুগছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। 

তার মৃত্যুতে অভিনেতা বিন্দু দারা সিং ট‌্যুইট করেছেন, “ওঁর আত্মার শান্তি কামনা করি”। ‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’- এমন বহু ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শকরা। যে কোনও ভূমিকাতেই তাঁর অভিনয় পছন্দ ছিল পরিচালকদের। 

১৯৯১ সালে ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন এই প্রবীণ অভিনেতা। সেরা প্রযোজক হিসেবেও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। ১৯৯০ এর দশকে পা রাখেন সিনেমা জগতে। সিনেমা ছাড়াও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। 

জানা গেছে, শনিবার মুম্বইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতার বন্ধু থেকে সহকর্মীরা সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

আসাদ ভূঁইয়া 

এ সম্পর্কিত আরও পড়ুন