জাতীয়

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমতি

এমওপি সার ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।  

বৈঠক সূত্রে যায়, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৪ সালের ৯ম সভায় মোট তিনটি প্রস্তাব উত্থাপন করা হলে সবগুলো প্রস্তাবই অনুমোদিত হয়।

রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রডিন্টরগ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে এই সারের তৃতীয় লটটি আসছে।  এতে সরকারের ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৮৯.৭৫ মার্কিন ডলার।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন