জাতীয়

আবারও সায়েন্সল্যাব অবরোধ করেছে সাত কলেজ শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোকে নিয়ে আলাদা একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে তারা সায়েন্সল্যাবে এসে অবস্থান নেন। ফলে আশপাশের এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন করছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ না করে শিক্ষা মন্ত্রণালয় একটি সংস্কার কমিশন গঠন করেছে। এই সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, সরকার দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যকরী পদক্ষেপ নেবে। সরকার উদ্যোগ না নেয়ায় বাধ্য হয়েই শিক্ষার্থীরা সড়কে নেমেছেন।

এর আগেও ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে তারা তাদের সমস্যা তুলে ধরেন। এরপর ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা, ঢাবি উপাচার্য এবং ইউজিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। পরবর্তী সময়ে, ২২ অক্টোবর নীলক্ষেত এবং সায়েন্সল্যাব মোড়েও তারা অবরোধ কর্মসূচি পালন করেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

অবশেষে শিক্ষা মন্ত্রণালয় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে কাজ শুরু করার ঘোষণা দেয়। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন